Header Ads

নুসরতে খুশি বসিরহাট কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব।

নজরবন্দি ব্যুরোঃ নুসরত জাহানের নাম বসিরহাট কেন্দ্র থেকে ঘোষণা হবার পর খুশি সাধারণ তৃণমূল কর্মী থেকে জেলা নেতারা। তারা চাইছিলেন এবার বসিরহাট থেকে কোন অরাজনৈতিক মুখ। নেত্রী তাদের কথা রেখেছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক পিরোজ কামাল গাজি বলেন নুসরত চলচ্চিত্র-জগতের মানুষ এবং অরাজনৈতিক মুখ। এতে দলের কর্মীদের পছন্দ-অপছন্দের ব্যাপারটা আর থাকছে না।

 ওপর দিকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে ৯৫ হাজার নতুন ভোটার। সেই দিক থেকে নতুন প্রজন্মের ভোট তৃণমূলের পক্ষে আসবে।বসিরহাট দক্ষিণের বিধায়ক, ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, 'বসিরহাটের মানুষ নুসরত জাহানকে প্রার্থী করায় খুশি। বসিরহাটের উন্নয়ন আরও গতি পাবে। কর্মীরা প্রচারে নেমে পড়েছেন। ফলে এই বার সম্পূর্ণ অরাজনৈতিক মুখ দিয়ে বসিরহাটের মানুষের মন জয় করতে পারবে কি তৃণমূল? এখন সেটাই দেখার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.