Header Ads

রেল ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিতে চান সাংসদ অর্পিতা ঘোষ!

নজরবন্দি ব্যুরো: গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের উপর। প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক।
এবারেও বালুরঘাটের বর্তমান সাংসদ অর্পিতা ঘোষকে প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে।
সকলে মিলে কাজ করবেন, এমনটাই আশা-প্রকাশ করেছেন অর্পিতা ঘোষ। নির্বাচন ঘোষণা, প্রার্থী তালিকা ঘোষণার অর্থ, সবাই একসঙ্গে কাজ করবে, প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এবার তিনি রেল ব্যবস্থা নিয়েই কাজকে অগ্রাধিকার দিতে চান বলে জানিয়েছেন।

বালুরঘাটের বর্তমান সাংসদের অভিযোগ, গত পাঁচ বছরে রেল নিয়ে কোনও গুরুত্ব দেয়নি বিজেপি। ৫ বছর সাংসদ থাকার পর এখন প্রার্থী। আরেকবার সাংসদ হয়ে রেল-ব্যবস্থা নিয়ে প্রথম কাজ করতে চান বলে জানিয়েছেন অর্পিতা ঘোষ। তাঁর মন্তব্য রেল-ব্যবস্থার কারণে জেলা পিছিয়ে যাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.