Header Ads

সেনাবাহিনীর ছবি ভোট প্রচারে ব্যবহার করা চলবে না!

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৪০ জনেরও বেশি সেনার। এর পর পাকিস্তানের মধ্যে ঢুকে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্যকে সামনে রেখে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
পোস্টার থেকে শুরু করে হোর্ডিং-ফ্লেক্সে দেখা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর ছবি। এবার সেইসব ছবি ব্যবহারে রাশ টেনে ধরল ভারতীয় নির্বাচন কমিশন।

কমিশনের বক্তব্য, এবারের লোকসভা নির্বাচনের প্রচারে কোনও রাজনৈতিক দলই সেনার ছবি ব্যবহার করতে পারবে না।
প্রতিটি রাজনৈতিক দলের কাছেই নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশে লেখা রয়েছে ভারতীয় সেনারা অরাজনৈতিক ও আধুনিক গণতন্ত্রের নিরপেক্ষ অংশীদার। তাদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করা চলবে না।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.