Header Ads

ভারতে ভোটের দামামা, আর পাকিস্থানে যুদ্ধের! ভারতীয় সীমান্তে যুদ্ধবিমান সাজাচ্ছে পাকিস্থান!

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের কথা বলছেন বারাবার। কিন্তু কাজে করছেন ঠিক তার বিপরীত। কখন পাকিস্থানের বিমান ঢুকে পরছে ভারতীয় সীমান্তে কখনো ড্রোন ঢুকিয়ে দিচ্ছেন আমাদের দেশে।

 কিন্তু এবার সূত্রের খবর পাকিস্তান এখন ভারতীয় সীমান্তে যুদ্ধবিমান সাজাতে ব্যাস্ত! মার্কিন স্যাটেলাইটে ধরা পড়া কয়েকটি চিত্রে দেখা গিয়েছে পাকিস্তানের পূর্ব দিকে সেনা তথা বায়ুসেনা তত্পরতা বেড়ে গিয়েছে। সূত্রের দাবি, ভারতীয় সীমান্ত বরাবর সাজিয়ে রাখা হচ্ছে যুদ্ধবিমান এফ ১৬ কে। পাকিস্তানের সেনাকে ইতিমধ্যেই হাই অ্য়ালার্টে রাখা হয়েছে।

 ভারতীয় সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছে ১০ কম্পানি বিশেষ পাক সেনা। যাদের রাওয়ালপিণ্ডি ও শিয়ালকোট থেকে আনানো হয়েছে বলে খবর। ভারতীয় সেনার দাবি, এদেশের সেনার র্যা ডারেও পাক সেনার গতিবিধি ধরা পড়েছে। ভারতীয় সেনার দাবি গত ২৬ ফেব্রুয়ারির পর থেকেই এই সমস্ত র্যা ডার ও বায়ুসেনার প্রতিরক্ষা বিভাগ আরও বেশি তত্পর রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.