Header Ads

ফের রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে।

নজরবন্দি ব্যুরোঃ এবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হিন্দু হওয়া নিয়েই প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত হেগড়ে। তিনি বলেন, 'গোটা পৃথিবী ভারতের স্ট্রাইকের কথা মেনে নিয়েছে। অথচ বিরোধীরা তা নিয়েই প্রশ্ন তুলছে। একজন মুসলমান বাবা এবং খৃষ্টান মায়ের সন্তান কী করে হিন্দু হলেন, তার কোনও প্রমাণ আছে?' এই প্রথম নয় কেন্দ্রীয় মন্ত্রী আগেও এমন মন্তব্য করেছেন।

 গত বছরও বিতর্ক হয়েছিল তাঁর মন্তব্য ঘিরে।পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানায় কতজন জঙ্গির মৃত্যু হয়েছে তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিরোধী দলের নেতারা প্রশ্ন তুলছেন। আর শাসকদলের নেতা-নেত্রীরা জবাব দিচ্ছেন। বায়ুসেনার হানা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধী শিবিরকে আক্রমণ করছেন প্রধানমন্ত্রীও। তাঁর মন্ত্রিসভার সদস্য ভিকে সিং জঙ্গি মারার ঘটনাটিকে মশা মারার সঙ্গে তুলনা করে বলেন, এখন থেকে মশা মারলেও গুনে রাখতে হবে নাকি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.