Header Ads

হবু শিক্ষকদের অনশন প্রত্যাহারের অনুরোধ করলেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ চাকরির দাবিতে হবু শিক্ষকদের ২২ দিন ধরে অনশন করতে হয়। সম্ভবত এই রাজ্যে এই প্রথম এমন ঘটনা ঘটলো। কলকাতার মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের অনশনের ২২ দিন অতিক্রান্ত। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৫০ জন পরীক্ষার্থীকে। আর এর ফলে নির্বাচনের মুখে হবু শিক্ষকদের এই অনশনের ফলে বেশ চাপে রাজ্য সরকার। শুক্রবার অনশনকারীদের উদ্দেশে বার্তা দিতে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

 আজ তিনি বলেন, “আইন মেনেই নিয়োগ করা হবে।এর আগে অনশনকারীদের সঙ্গে চারবার কথা হয়েছে। ওঁদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। নিয়ম মেনেই এসএসসিতে নিয়োগ হবে। কমিশনকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করা হয়েছে। মণীশ জৈনের নেতৃত্বে ওই কমিটি আগামী দু’দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে।" এর পরে পার্থ বাবু আরও অভিযোগ করে বলেন, “ হবু শিক্ষকদের ভুল বোঝানো হচ্ছে।

 অনশনকারীদের ভুল তথ্য দেওয়া হচ্ছে। কারণ ভ্যাকেন্সি লিস্ট না দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। ওয়েটিং লিস্ট আর প্যানেল এক নয়। কয়েক লক্ষ প্রার্থী এই পরীক্ষাতে বসেছিলেন। অনিয়ম হলে সকলে কেন অনশন করছেন না ”? এর পরে তিনি অনশনকারীদের উদ্দেশে অনশন প্রত্যাহারের অনুরোধে করেন। যোগ্যতার ভিত্তিতেই কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। এর পরে তিনি দাবি করেন, সরকার বরাবরই অনশনকারীদের প্রতি সহানুভূতিশীল।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.