তৃণমূল কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন!
নজরবন্দি ব্যুরো: সম্প্রতি উলুবেড়িয়াতে খুন হয় এক তৃণমূল কর্মী। এবার হাওড়ার জেলাশাসকের কাছে উলুবেড়িয়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনার রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর এবিষয়ে দ্রুত রিপোর্ট দেখতে চেয়েছে বলে জানা গিয়েছে।
উলুবেড়িয়ায় রাজ্যের শাসক দলের কর্মী গোবিন্দ প্রামাণিককে রাস্তায় কুপিয়ে খুন করে এক দল দুষ্কৃতী। .
অভিযোগ, এই খুনের ঘটনায় জড়িত বিজেপি নেতারা। গোবিন্দ-বাবুর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। তিনি পেশায় অটোচালক ছিলেন। মৃত ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, বিজেপি'র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে। যদিও বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা বক্তব্য, তৃণমূলের গোষ্ঠী-কোন্দলের জেরেই গোবিন্দকে খুন হতে হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ। এই খুনের পিছনে কাদের হাত আছে খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
উলুবেড়িয়ায় রাজ্যের শাসক দলের কর্মী গোবিন্দ প্রামাণিককে রাস্তায় কুপিয়ে খুন করে এক দল দুষ্কৃতী। .
Loading...
কোন মন্তব্য নেই