Header Ads

যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রধানমন্ত্রী কে জানিয়ে দিল তিন বাহিনীর প্রধানরা।


নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার জঙ্গিহানার প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাতে পালটা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।পুলওয়ামার ১২ দিন পর ১২ বিমানের প্রত্যাঘাত। ১২ দিনের মধ্যে যোগ্য জবাব পাকিস্তানকে।
বালাকোটে ভারতীয় বায়ুসেনা এয়ারস্ট্রাইক চালানোর পরই বারবার ভারতকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন পাকিস্তান ঠিক সময়ে, ঠিক জায়গায় ভারতকে জবাব দেবে। পাক বিদেশমন্ত্রীও তেমন হুঁশিয়ারি দিয়েছেন।এয়ার স্ট্রাইকের পর দেশের সেনাকর্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন যে তাঁরা যে কোনও ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। সেনাপ্রধান বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ও নৌসেনা প্রধান সুনীল লাংবার সঙ্গে কথা হয়েছে মোদীর।তাঁরা প্রত্যেকেই বলেছেন, ইসলামাবাদ যদি কোনও পাল্টা হামলার চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য প্রত্যেকটা বাহিনীর জওয়ানরাই প্রস্তুত আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.