Header Ads

চিন কে পাশে পেতে পরিকল্পনা ভারতের!

নজরবন্দি ব্যুরো: চিনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়ে পুলওয়ামায় জঙ্গি হামলার ৪০ ভারতীয় সেনার মৃত্যুর বিষয় তুললেন বিদেশ-মন্ত্রী সুষমা স্বরাজ। দ্বিপাক্ষিক এই বৈঠকে চিনের বিদেশ-মন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ।
পাক অধিকৃত বালাকোটে হামলার পরের দিন চিনের বিদেশ-মন্ত্রীর সামনে সুষমার এই প্রতিক্রিয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

চিনের বিদেশ-মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে ভারতের বিদেশ-মন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, তিনি এমন একটা সময় চিন সফরে গিয়েছেন, যখন ভারতে জঙ্গি হামলার বিরুদ্ধে সাধারণ জনগণ ক্ষুব্ধ।
বৈঠকে পুলওয়ামার ঘটনার কথা উল্লেখ করেন বিদেশ-মন্ত্রী।
জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান হত্যা এবং এর পিছনে জইশ-ই-মহম্মদের ষড়যন্ত্রের কথাও তুলে ধরে সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন, মিলিটারি বেস টার্গেট করা হয়নি। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন এই হামলায় কোনও মিলিটারি ঘাঁটি বা পাকিস্তানের সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই এই হামলার প্রধান লক্ষ্য ছিল। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.