Header Ads

"ভারত এবং পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্ভবত মিটতে চলেছে"- মার্কিন প্রেসিডেন্ট ।

নজরবন্দি ব্যুরোঃ ভারত এবং পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্ভবত মিটতে চলেছে। বৃহস্পতিবার হ্যানোয়-তে কিম জং উনের সঙ্গে চলা বৈঠকের ফাঁকে এই আশাই প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প আশাপ্রকাশ করেছেন, এবার কাশ্মীর সমস্যা মিটবে এবং শান্তিপূর্ণভাবে দু'‌দেশের মধ্যে শান্তি স্থাপন হবে।
 পুলওয়ামাকাণ্ডের পর গোটা বিশ্বের সঙ্গে পাকিস্তানের দিকে সমালোচনা ধেয়ে এসেছিল মার্কিন য়ুক্তরাষ্ট্রের তরফে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সন্ত্রাসবাদ ও পাকিস্তানের সমালোচনার সঙ্গে সঙ্গেই উল্লেখ করেছিলেন 'এবার কিছু বড় ঘটনা ঘটবে'। এরপরই ২৫ ফেব্রুয়ারির রাতে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকে বালাকোট, মুজফ্ফরাবাদ, চাকোটি সহ জঙ্গিদের বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারতীয় বায়ুসেনা।
 ভিয়েত্নাএমে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগে এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।তাঁর মন্তব্য শুনে কূটনৈতিক মহল ভারত-পাকিস্তানের মধ্যে শান্তিস্থাপন নিয়ে আশাবাদী হলেও কতটা বাস্তবে তা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.