নিঃশর্তে মুক্তি দিতে হবে অভিনন্দনকে, স্পষ্ট জানাল ভারত
নজরবন্দি ব্যুরো: পাকিস্তানের কোনও দাবি মানা হবে না , বায়ু-সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে অবিলম্বে সুস্থভাবে দেশে ফেরানোর দাবি জানিয়েছে ভারত।
পাকিস্তানি বায়ু-সেনা বিমানের পিছনে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় পাক সীমান্তের ওপারে গিয়ে পড়েন কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
তারপর থেকে তিনি পাকিস্তানের হেফাজতে রয়েছেন। এর আগে পাকিস্তানের এক টিভি সূত্রে সেদেশের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বয়ান সামনে এনে বলা হয় - দুই দেশের মধ্যে উদ্বেগ কমলে তবেই বায়ু-সেনা কম্যান্ডারকে ফেরানো হবে।
কুরেশি বলেন, আমরা আটক ভারতীয় বায়ু-সেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে চাই।
যদি দুই দেশের মধ্যে শান্তি ফেরে তবেই। আমরা ইতিবাচক সদুত্তরের জন্য তৈরি রয়েছি। ইতিমধ্যে ভারত থেকে বলা হয়েছে পাকিস্তানের কোনও পাল্টা শর্ত মানা হবে না।
পাকিস্তানি বায়ু-সেনা বিমানের পিছনে ধাওয়া করতে গিয়ে দুর্ঘটনায় পাক সীমান্তের ওপারে গিয়ে পড়েন কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
কুরেশি বলেন, আমরা আটক ভারতীয় বায়ু-সেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে চাই।
যদি দুই দেশের মধ্যে শান্তি ফেরে তবেই। আমরা ইতিবাচক সদুত্তরের জন্য তৈরি রয়েছি। ইতিমধ্যে ভারত থেকে বলা হয়েছে পাকিস্তানের কোনও পাল্টা শর্ত মানা হবে না।

No comments