Header Ads

ফের পছন্দের চ্যানেল বাছাই করার ক্ষেত্রে সময়সীমা পিছলো ট্রাই।

নজরবন্দি ব্যুরোঃ TRAI এর এই নির্দেশিকার জেরে কেবল টিভি, ডিটিএইচের নতুন নিয়মে নাজেহাল মানুষজন। বহু জায়গায় টিভি স্ক্রিন অন্ধকার।
পরিস্থিতি সামাল দিতে আরও একধাপ পিছিয়ে গেল TRAI। পছন্দের চ্যানেল বাছাই করার ক্ষেত্রে তাই সময়সীমা বেড়ে দাঁড়াল ৩১ মার্চ।তিমধ্যেই চ্যানেল পিছু গ্রাহকদের কত টাকা দিতে হবে তার তালিকা প্রকাশ করেছে ট্রাই। ১৩০ টাকা প্রতি মাসের বেস প্যাক (এর সঙ্গে ১৮% GST) আর বাকি গ্রাহকের পছন্দ মতো পে-চ্যানেলগুলির মোট দর। নতুন নিয়মের ফলে দর্শকরা শুধুমাত্র তাঁর পছন্দের চ্যানেল দেখবেন এবং তার জন্যই পয়সা দিতে হবে।

ট্রাইয়ের তরফ থেকে গতকাল জানা গিয়েছে যে কেবল টিভি ,ডিটি এইচ পরিষেবার নতুন ব্যবস্থায় গ্রাহকদের পছন্দের চ্যানেল বাছার সময়সীমা বাড়িয়ে দিন ক্ষণ ঠিক হলো ৩১ সে মার্চ ২০১৯,ট্রাই সেই সঙ্গে জানিয়েছে টিভি চালু রাখার মত সাময়িক কিছু প্যাকেজ তৈরী করে দেবে পরিষেবা সংস্থা গুলো ,আর তার আগে চালু থাকার কথা পুরোনো প্যাকেজ ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.