Header Ads

‘প্রধানমন্ত্রীর জেল হওয়া উচিত’ রাফাল নিয়ে তোপ রাহুলের।

নজরবন্দি ব্যুরোঃ রাফাল নিয়ে আবার মোদীর উপর তোপ দাগলেন রাহুল। তিনি মোদীর বিরুদ্ধে এ বার রাফাল চুক্তিতে ‘রাষ্ট্রদ্রোহ’-এর অভিযোগ তুললেন ।
কংগ্রেস সভাপতির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাফাল চুক্তিতে অনিল অম্বানীর মধ্যস্থতাকারী (‘মিডলম্যান’) হিসেবে কাজ করেছেন। সরকারি গোপনীয়তা আইন ভেঙে আগেভাগেই রাফাল চুক্তি হতে চলেছে বলে অনিল অম্বানীকে জানিয়ে দিয়েছেন। রাহুলের যুক্তি, ‘‘এ তো ফৌজদারি অপরাধ। শুধু এর জন্যই প্রধানমন্ত্রীর জেল হওয়া উচিত।’’

তথ্য বলছে, ২০১৫-র এপ্রিলে মোদীর ফ্রান্স সফরের সময়ই যৌথ বিবৃতিতে ভারত ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনবে বলে সিদ্ধান্ত ঘোষণা হয়। তার ঠিক আগেই, মার্চে অম্বানী রিলায়্যান্স ডিফেন্স সংস্থা খোলেন। অম্বানীর সংস্থাই রাফাল চুক্তির শর্ত মেনে দাসো-র থেকে বরাত পায়। কংগ্রেসের অভিযোগ অস্বীকার করে আজ রিলায়্যান্স ডিফেন্স জানায়, মেলে রিলায়্যান্স ডিফেন্সের সঙ্গে এয়ারবাস হেলিকপ্টারের সমঝোতার কথা বলা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.