Header Ads

বিয়ের পথে টাইগার-দিশা?

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি দিশা এবং টাইগার একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে দুজনের আঙুলে দুটি আংটি।
ছবির ক্যাপশনে দিশা লিখেছে, "কোনও একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি"। অন্যদিকে টাইগারের ছবির ক্যাপশন "আমাকে নিয়ে নেওয়া হয়েছে।" আর এখান থেকেই শুরু জল্পনার তাহলে কি তাঁদের বাকদান হয়েগেল? টাইগার আর দিশার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো বলিউডের অন্দরে।

যদিও এই জল্পনারও যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গার একাধিকবার ক্য়ামেরাবন্দি হয়েছেন এই যুগল। কখনও উইকেন্ড ডিনারে, বা কখনও বিয়ের অনুষ্ঠান, একসঙ্গে দেখা মিলেছে টাইগার এবং দিশার। কাজেই জল্পনা উসকে দিয়েছে সেইসব অন্তরঙ্গ ছবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.