জওয়ানের শেষকৃত্যে হাজির হয়ে হাসছেন সাংসদ সাক্ষী মহারাজ! সমালোচনার ঝড়
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামায় শহিদ জওয়ানদের দেহ ফিরছে। গতকাল, শনিবার এমনই এক জওয়ানের কফিন-বন্দি দেহ এল উন্নাওয়ের। অজিত কুমার নামে ওই শহিদ জওয়ানকে শেষ বিদায় জানাতে রাস্তায় উপচে পড়েছে ভিড়। উপস্থিত সবাই শোকস্তব্ধ। এমন পরিবেশে কেবল একজনের মুখে হাসি। জনতার উদ্দেশ্যে নাড়ছেন হাত।
তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ। বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে সাক্ষী মহারাজের সেই হাসি মুখের ছবি। আর এখন সেই ছবি ভাইরাল। আর তার পরে থেকে সমালোচনার ঝড় নেট দুনিয়ায়।
তিনি বিজেপির বিতর্কিত সাংসদ সাক্ষী মহারাজ। বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছে সাক্ষী মহারাজের সেই হাসি মুখের ছবি। আর এখন সেই ছবি ভাইরাল। আর তার পরে থেকে সমালোচনার ঝড় নেট দুনিয়ায়।

No comments