Header Ads

আবার উত্তপ্ত কাশ্মীর, চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই।

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা কাণ্ডের পরে জঙ্গি নিকেশ করতে জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই এক তল্লাশি অপারেশনের সময় সেনার এনকাউন্টার চলেছে। এরপর ফের একবার সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর।

আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বারামুলার সোপোরে গুলির লড়াই চলে সেনা ও জঙ্গিদের মধ্যে। সোপোরের ওয়ারপোরাতে এক তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনারা। সেই সময়ই জঙ্গিদের তরফে গুলি আসতে থাকে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।

উল্লেখ্য, পুলওয়ামাতে ৪০ জন সেনা জওয়ানের হত্যাকাণ্ডের ঘটনার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। ইতিমধ্যেই নিকেশ করা হয়েছে ঘটনার মাস্টারমাইন্ড জইশ জঙ্গি গাজিকে। এখানেই শেষ নয়, কাশ্মীর জুড়ে চরম তল্লাশি অভিযানে নেমেছে সেনা। ঘোষণা করা হয়েছে অস্ত্র হাতে দেখলে সেনার গুলির মুখে পড়তে হবে।





কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.