Header Ads

চেক বাউন্সের অভিযোগ, সারদা কর্তার বিরুদ্ধে আদালতে সাংবাদিক

নজরবন্দি ব্যুরো: সুদীপ্ত সেনের স্বাক্ষরিত চেক বাউন্সের অভিযোগ। সারদা সংস্থার সংবাদপত্রে কাজ করা এক চিত্র সাংবাদিকের এই অভিযোগ আনলেন সারদা কর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে। আর তারি জেরে গতকাল বর্ধমান জেলা আদালতে তোলা হয় সুদীপ্ত সেনকে।
জানা গিয়েছে, ২০১৩ সালে সঞ্জয় কর্মকার নামে ওই চিত্র সাংবাদিককে সুদীপ্ত সেনের স্বাক্ষরিত ৩৫ হাজার ৮০০ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু সেই চেক বাউন্স করে। সুদীপ্ত সেনকে আইনি নোটিশ পাঠানো হলেও প্রত্যাশিত উত্তর মেলেনি।
এরপরই ওই চিত্র সাংবাদিক বর্ধমান জেলা আদালতে মামলা করেন।

এই বিষয়ে সঞ্জয় কর্মকার বলেন, "২০১৩ সালে আমাকে সারদার সংবাদপত্রে চাকরির জন্য একটি ৩৫ হাজার ৮০০ টাকার চেক দেওয়া হয়। সেই চেকে সুদীপ্ত সেনের সই ছিল। কিন্তু ওই চেক বাউন্স করে। বিষয়টি নিয়ে সুদীপ্ত সেনকে আইনজীবী মারফত নোটিশ পাঠানো হয়। কিন্তু প্রত্যাশিত জবাব না মেলায় মামলা দায়ের করি।"




কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.