Header Ads

আরও জটিল হচ্ছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ! স্থগিতাদেশের মেয়াদ বাড়ল ১৪ দিন।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক এই রাজ্যে নতুন কিছু ঘটনা নয়। একাধিক মামলায় রাজ্যে আটকে আছে শিক্ষক নিয়োগ। রাজ্যের স্কুল গুলির আপার প্রাইমারির জন্য কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়াল আদালত।
এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন বিচারপতি শেখর ববি শরাফ। এই স্থগিতাদেশ বাড়ল আরও ১৪ দিন। এর ফলে নিয়োগ জটিলতা যে আরও বাড়ল তা বলার অপেক্ষা রাখে না।
২০১৬ সালের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগের পরীক্ষা হয় গত ২০১৭ সালের ডিসেম্বরে। চলতি বছরে পরীক্ষার ফল প্রকাশিত হয়।
সম্প্রতি শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়াও।
মামলাকারী পরীক্ষার্থীদের বক্তব্য, প্যানেলে একাধিক অসংগতি আছে। যার জন্য তারা আদালতে মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.