পুলওয়ামায় নারকীয় জঙ্গি হানার পর পাক-সমর্থনে ফেসবুকে পোস্ট শিক্ষিকার।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ৪০ জনেরও বেশি CRPF জওয়ান। এই ঘৃন্য ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। তারই মধ্যে ফেসবুকে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করলেন এক শিক্ষিকা। উত্তেজিত জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাটি কর্ণাটকের বেলগাভির। পুলওয়ামায় নারকীয় জঙ্গি হানায় শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় ব্রতী গোটা দেশ। কিন্তু সেনার পাশে না দাঁড়িয়ে উল্টে পাকিস্তানের সমর্থনে পোস্ট করেন কর্নাটকের ওই শিক্ষিকা। তারপরেই ক্ষিপ্ত জনতা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে থানায়৷ মামলা করা হয়েছে IPC র 121 A, 153, 153 A ধারায়।
ঘটনাটি কর্ণাটকের বেলগাভির। পুলওয়ামায় নারকীয় জঙ্গি হানায় শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় ব্রতী গোটা দেশ। কিন্তু সেনার পাশে না দাঁড়িয়ে উল্টে পাকিস্তানের সমর্থনে পোস্ট করেন কর্নাটকের ওই শিক্ষিকা। তারপরেই ক্ষিপ্ত জনতা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে থানায়৷ মামলা করা হয়েছে IPC র 121 A, 153, 153 A ধারায়।

No comments