রজনীকান্তের ভোটে না দাঁড়ানো নিয়ে মুখ খুললেন কমল হাসান।
নজরবন্দি ব্যুরোঃ রাজনীতিতে নামলেও কিছুতেই ২০১৯ লোকসভা নির্বাচনে নামতে রাজি নন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত একথা তিনি গত রবিবার জানিয়ে দিয়াছেন।
তার সাথে তিনি বলেছেন কোনও রাজনৈতিক দল যেন তাঁর বা তাঁর দলের পোস্টার ব্যবহার না করে। আসন্ন ভোটে ফায়দা লোটবার জন্য রজনীর নাম কোনও রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না । কিন্তু রজনীর এমন সিদ্ধান্তে মোটেও খুশি নন আরও এক দক্ষিণী তারকা কমল হাসান।
তিনি এই প্রসঙ্গে বলেন 'আমি যখন রাজনীতিতে প্রবেশ করেছি, তখন আমি কিছুতেই নির্বাচনকে এড়াতে পারিনা। এটা রাজ্যের বিধানসভা নির্বাচনই হোক বা দেশের লোকসভা নির্বাচনই হোক। রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের মুখোমুখি হতেই হবে। আমরা যদি বলি যে পরের নির্বাচনে দেখব, তাহলে তা মোটেও ঠিক হবে না। ' কমলের দাবি, 'একবার কলাপাতা পেতে ফেললে খাবারটাও খেয়েই যেতে হয়।'
তার সাথে তিনি বলেছেন কোনও রাজনৈতিক দল যেন তাঁর বা তাঁর দলের পোস্টার ব্যবহার না করে। আসন্ন ভোটে ফায়দা লোটবার জন্য রজনীর নাম কোনও রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না । কিন্তু রজনীর এমন সিদ্ধান্তে মোটেও খুশি নন আরও এক দক্ষিণী তারকা কমল হাসান।

No comments