Header Ads

আসন্ন লোকসভায় চমক দিতে তৈরি বিজেপি, জানালেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই৷ আর এবার আগেভাগেই গেরুয়া শিবির জানিয়ে দিলো, একাধিক চমক থাকছে লোকসভার প্রার্থী ঘোষণার সাথে সাথেই।

বিজেপি সূত্রে খবর, আগামি ১৯ ফেব্রুয়ারি ভোটের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে। আর তাতেই থাকবে চমক, জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজারহাটে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব। জানা গেছে, বিভিন্ন জগতের জনপ্রিয় মুখদের প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। এমনকি হেভিওয়েট কারো নামও রাখা হতে পারে প্রার্থী তালিকায়। মূলত যাদের গ্রহনযোগ্যতা বেশি তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে এই বাছাইয়ের ক্ষেত্রে। দিলীপ ঘোষ জানিয়েছেন, নদিয়া, কলকাতা, জঙ্গলমহল সহ বিভিন্ন এলাকা থেকে প্রার্থী হওয়ার আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত, রাজ্যে ২৩টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.