ফের সিন্ধুকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হলেন সাইনা।
নজরবন্দি ব্যুরোঃ সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সাইনা। হারালেন সিন্ধুকে। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন তিনি। এবং দু'বারই সিন্ধুকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। শনিবার গুয়াহাটিতে সাইনা জিতলেন ২১-১৮, ২১-১৫ ব্যবধানে।
ওপর দিকে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন সৌরভ ভার্মা। তিনি ২১-১৮, ২১-১৩ ফলে হারান লক্ষ্য সেনকে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিক করলেন সৌরভ। এদিকে, পুরুষদের ডাবলস ফাইনালে প্রণব জেরি চোপড়া-চিরাগ শেট্টি ২১-১৩, ২২-২০ ব্যবধানে হারান শ্লোক রামাচন্দ্রন-এমআর অর্জুন জুটিকে।
ওপর দিকে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন সৌরভ ভার্মা। তিনি ২১-১৮, ২১-১৩ ফলে হারান লক্ষ্য সেনকে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে জয়ের হ্যাটট্রিক করলেন সৌরভ। এদিকে, পুরুষদের ডাবলস ফাইনালে প্রণব জেরি চোপড়া-চিরাগ শেট্টি ২১-১৩, ২২-২০ ব্যবধানে হারান শ্লোক রামাচন্দ্রন-এমআর অর্জুন জুটিকে।

No comments