Header Ads

'ভবিষ্যতের ভূত' বন্ধের প্রতিবাদে সোচ্চার হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ 'ভূতের ভবিষ্যত'এর পর এবার অনিক দত্তের নতুন ছবি 'ভবিষ্যতের ভূত'। সেন্সর বোর্ডের বাধা অতিক্রম করে হলে আসে ছবিটি। কিন্তু হঠাৎই ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ আসে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রবীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

ছবি মুক্তির পরেই সমস্ত মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন থেকে ছবিটি তুলে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কিন্তু কি কারণে বন্ধ করা হবে ছবি প্রদর্শন তার যুক্তিসঙ্গত জবাব মেলেনি। এই ঘটনার নিন্দা করেছেন চলচ্চিত্র জগতের একাধিক কলাকুশলী। প্রখ্যাত অভিনেতা সৌমিত্র এই ঘটনার চাঁছাছোলা ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তীব্র সমালোচনা করে এবং পাশাপাশি ছবির পরিচালক ও কলাকুশলীদের সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন তিনি।

এবিষয়ে পরিচালক অনীক দত্ত জানান, আইনের পথে যাওয়ার উপায় তাঁর নেই। তবে প্রযোজক চাইলে যেতেই পারেন। এদিকে ভবিষ্যতের ভূত প্রদর্শন বন্ধের নির্দেশের পরেই প্রতিবাদে সরব টলিপাড়া। একটি সেন্সর বোর্ডে সবুজ সংকেত পাওয়া ছবি এভাবে বন্ধ করে দেওয়া আশ্চর্যজনক। দাবি কলাকুশলীদের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.