বাস পরিসেবা বন্ধ সীমান্তে!
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামা হামলার ঘটনায় আতঙ্কিত গোটা দেশ। সোমবার থেকে স্থগিত হল পুঞ্চ-রাওয়ালকোট নিয়ন্ত্রণ-রেখার বাস পরিষেবা। জম্মুর পুঞ্চ থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে-র রাওয়ালকোট পর্যন্ত বাস পরিষেবা এদিন সকাল থেকেই বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। প্রতি সপ্তাহে সোমবার এখান থেকে বাস ছাড়ে। তারপর পুঞ্চের চাকন-দা-বাগ হয়ে উরির সালামাবাদ ঘুরে পিওকে-র রাওয়ালকোট পৌঁছয় এই বাস।
পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত রাখার মূল কারণ জঙ্গি হানা।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত বহু সেনা। আর তারি জের এই বাস পরিসেবা বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রের তরফ থেকে কিছু জানান হয় নি। এছাড়া শ্রীনগর থেকে পাকিস্তানের মুজাফফরাবাদ পর্যন্ত আরেকটি বাস পরিষেবা রয়েছে। যদিও দ্বিতীয় বাস পরিষেবা বন্ধের কোনও নির্দেশ এখনও আসেনি কেন্দ্রের তরফে ।
পুঞ্চ-রাওয়ালকোট বাস পরিষেবা স্থগিত রাখার মূল কারণ জঙ্গি হানা।

No comments