পুলওয়ামার ঘটনার পর কটাক্ষের সুরে সেকুলারদের এক হাত নিলেন সনু নিগম।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার ঘটনার পর কটাক্ষের সুরে ফেসবুক পোস্টে সোনু বলেছেন, ''পুলওয়ামায় হামলা নিয়ে এত দুঃখপ্রকাশ করছেন কেন? কয়েকজন সিআরপিফই তো মারা গিয়েছে। আপনারা এত দুঃখ কেন করছেন। যেটা করার সেটা করুন।
৪০ হোক বা ৪০০ সেটা করুন, যেটা সেকুলার লোকেরা করে। এসব আরএসএস, বিজেপি, হিন্দুত্ববাদীদের উপরে ছেড়ে দিন। সেকুলারদের মতো বলুন, ভারত তেরে টুকরে হোঙ্গে, আফজল হাম শরমিন্দা হ্যাঁ। ভারতে থাকলে গেলে সেকুলার মানসিকতা রাখুন।বন্দে মাতরম বলা যাবে না। নমস্তেও বলবেন না। লাল সেলাম বলুন''। দেখুন ভিডিও।
https://www.facebook.com/SonuNigamSpace/videos/804336143259894/?t=10
https://www.facebook.com/SonuNigamSpace/videos/804336143259894/?t=10

No comments