আবার তৃণমূল নেতা খুন। এবার বহরমপুরে!
নজরবন্দি ব্যুরো: রাত পোহাতেই রাজ্যে ফের খুন তৃণমূল কর্মী। সোমবার সাতসকালে বহরমপুরে শাসকদলের এক যুব নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মুর্শিদাবাদের বহরমপুর শাসকদলের যুবনেতা নাজু শেখ। তিনি অঞ্চল সভাপতিও। সোমবার রাতে প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িতে ফিরতে পারেননি নাজু। সোমবার সকালে গঙ্গা পেরিয়ে বহরমপুরের নিয়ালিশ পাড়া ঘাটে পৌঁছান তিনি। সেখান থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝ রাস্তায় ওই তৃণমূল নেতার স্কুটি থামায় কয়েকজন দুষ্কৃতী। রীতিমতো ঘিরে ধরে খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলির শব্দে শোরগোল পড়ে যায় বহরমপুরের নিয়ালিশপাড়া ঘাট চত্বরে। ততক্ষণে অবশ্য চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় নাজু শেখকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ জেলা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নাজুকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সশকরা। কী কারণে, কারা গুলি চালাল, সে বিষয়ে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মুর্শিদাবাদের বহরমপুর শাসকদলের যুবনেতা নাজু শেখ। তিনি অঞ্চল সভাপতিও। সোমবার রাতে প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়িতে ফিরতে পারেননি নাজু। সোমবার সকালে গঙ্গা পেরিয়ে বহরমপুরের নিয়ালিশ পাড়া ঘাটে পৌঁছান তিনি। সেখান থেকে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন।
Loading...
কোন মন্তব্য নেই