নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ড তদন্তে রাজীব কুমার কে জেরা করে বেশ কিছু উল্লেখযোগ্য প্রমান হাতে পেয়েছে সিবিআই বলে খবর। সিবিআই জেরা প্রথমদিকে ভালই সামলে ছিলেন রাজীব কুমার কিন্তু কুনাল ঘোষকে মুখোমুখি বসাতেই সব ঘেঁটে যায়। সূত্রের খবর প্রথমদিকে তার বিরুদ্ধে কোন অভিযোগ মানতে চাননি রাজীব কুমার বরং নিজের তদন্তকারী অফিসারদের প্রশংসা করছিলেন তিনি। যদিও নিজেকে সিটের প্রধান নয় সদস্য হিসেবেই সিবিআই আধিকারিকদের সামনে পরিচয় দেন তিনি।
সূত্রের খবর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাজীব কুমারের সামনে কেন্দ্রীয় গোয়েন্দারা ২০১৩ সালে সিবিআই তদন্ত ঠেকাতে রাজ্যের হলফনামার কথা উল্লেখ করে। যেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সিট এর ঢালাও প্রশংসা করে সিবিআই তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছিল। সেই হলফনামা কে হাতিয়ার করেই রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। সিট তার তদন্তে জানিয়েছিল রাজ্যের অনেক হেভিওয়েট চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে। সিবিআই সেই প্রসঙ্গ উল্লেখ করে রাজীব কুমারের কাছে জানতে চায় সেই হেভিয়েটদের কেন জেরা করেনি সিট? প্রসঙ্গ এড়িয়ে সিটের আধিকারিকদের প্রশংসা করে তখন রাজীব কুমার বলেন খুব ভাল ভাবেই তদন্ত হচ্ছিল কিন্তু মাঝপথে তদন্তভার সিবিআই এর হাতে চলে যাওয়ায় সময়ের অভাবে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়ে থাকা হেভিওয়েটদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
সূত্র জানাচ্ছে এরপরেই রাজীবের মুখোমুখি বসানো হয় কুনাল ঘোষ কে। কুনাল ঘোষ প্রথম থেকেই সিট গঠন নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর দাবি সিট আসল অপরাধিদের আড়াল করার জন্যেই গঠন করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে একাধিক পুলিশ আধিকারিকের নাম। রাজীব সিবিআই কে জানিয়ে দেন তিনি সিটের তদন্তের বিষয়ে এত খুটিনাটি জানতেন না, কারন সিট যখন গঠিত হয় তিনি ছিলেন একজন আইজি পদমর্যাদার আধিকারিক। সূত্রের খবর, তিনি জানান গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ সিটের তদন্তকারী অফিসারদের সাথে যোগাযোগ রাখতেন! অন্যদিকে অন্য দুই পুলিশ আধিকারিক শঙ্কর ভট্টাচার্য এবং দিলীপ হাজরার নাম উঠে আসায় তাঁদের বয়ান ও রেকর্ড করে সিবিআই, রাজীব কে সেই আধিকারিকদের রেকর্ড উদ্ধৃত করে প্রশ্ন করতেই বিপাকে পড়েন রাজীব কুমার বলে খবর। নিজের ওপর থেকে গাফিলতির তীর সরানোর আপ্রান চেষ্টা করেন তিনি।
অধস্তন অর্নব ঘোষের পর তিনি 'উর্দ্ধতন কর্তৃপক্ষের' কথা সামনে আনেন যখন সিবিআই তাঁকে জানতে চায় তাঁর এলাকায় মিডল্যন্ড পার্কে কিভাবে রমরমিয়ে চলত সারদার অফিস? তিনি কি কিছুই যানতেন না! সূত্রের খবর প্রশ্নের জালে জড়িয়ে রাজীব কুমার এবার উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্রয় নেন।
সূত্রের খবর রাজীব কুমার কে জেরা করে অনেক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা এবার জেরা করার জন্যে ডাকা হতে পারে অর্নব ঘোষ-কে। আর বিড়ম্বনায় পড়তে চলেছেন সারদার টাকায় সুবিধাভোগী অনেক হেভিওয়েট।
No comments