Header Ads

সিআরপিএফ-র কনভয়ে জঙ্গী হামলা, তীব্র নিন্দা করে বিবৃতি পলিটব্যুরোর।

নজরবন্দি ব্যুরোঃ আজ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-র কনভয়ে যে জঙ্গী হামলা হয়েছে, সি পি আই (এম) পলিটব্যুরো এই ঘটনার তীব্র নিন্দা করেছে। দেখুন কি বিবৃতি পলিটব্যুরো।
 সি পি আই (এম) পলিটব্যুরোর বিবৃতিঃ আজ জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সি আর পি এফ-র কনভয়ে যে জঙ্গী হামলা হয়েছে, সি পি আই (এম) পলিটব্যুরো এই ঘটনার তীব্র নিন্দা করছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী এই হামলার ঘটনায় ২০ জন সি আর পি এফ জওয়ান প্রাণ হারিয়েছেন এবং আহতের সংখ্যা ৪০ এর বেশী। দেশের সেই সমস্ত সমস্যায় যেখানে রাষ্ট্রের সব অংশীদারদের অংশগ্রহন প্রয়োজন, সেখানে হিংসা কখনই কোনো সমাধান হতে পারে না। ৩ বছর আগে মোদী সরকারের অঙ্গীকার ছিল সমস্ত রাজনৈতিক সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অংশীদারদের কথা বলার সুযোগ তৈরি করবে। বাস্তবে তা হয়নি। অবিলম্বে এটি বাস্তবায়িত করতে হবে। কেন্দ্রীয় সরকারের কাছে দেশে শান্তি ও স্বাভাবিক অবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছে সি পি আই (এম) পলিটব্যুরো। নিহত প্রত্যেক সেনা অফিসারদের পরিবারের প্রতি সি পি আই (এম) পলিটব্যুরো গভীর শোক প্রকাশ করছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.