সিআরপিএফ জওয়ানদের পরিবারের জন্য ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দিলেন অভিনব ভাবে।
নজরবন্দি ব্যুরোঃ তাঁর মন্তব্য নিয়ে আমাদের দেশের কিছু মিডিয়া তাঁকে দেশদ্রোহী বানাতে চাই।তিনি সচিন। সারা জীবন নিজের খেলা দিয়ে দেশের মানুষকে তিনি এক সুতই গেঁথেছেন এবার সেই তিনিই পুলওয়ামার জঙ্গিহানায় শহীদ সিআরপিএফ জওয়ানদের পরিবারের জন্য ১৫ লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দিলেন ।নয়াদিল্লিতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে একটি ইভেন্ট শুরুর আগে পুশ-আপ চ্যালেঞ্জ নিয়েছিলেন সচিন।
সেথানেই তিনি অর্থসংগ্রহ করেন। অংশগ্রহণকারীদের পুশ-আপ চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানান। সাড়া মেলে সঙ্গে সঙ্গে।“#KeepMoving Push-up Challenge” নামে একটি মুভমেন্ট শুরু করেন সচিন। সংগৃহীত অর্থের পুরোটাই শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সচিন । ইনিই নাকি দেশদ্রোহী!
সেথানেই তিনি অর্থসংগ্রহ করেন। অংশগ্রহণকারীদের পুশ-আপ চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানান। সাড়া মেলে সঙ্গে সঙ্গে।“#KeepMoving Push-up Challenge” নামে একটি মুভমেন্ট শুরু করেন সচিন। সংগৃহীত অর্থের পুরোটাই শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সচিন । ইনিই নাকি দেশদ্রোহী!
Loading...
কোন মন্তব্য নেই