"ও একজন সত্যিই সাহসী সেনা," জানালেন অভিনন্দনের বাবা
নজরবন্দি ব্যুরো: বায়ু-সেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে অবিলম্বে সুস্থভাবে দেশে ফেরানোর দাবি জানিয়েছে ভারত। পাকিস্তানের অত্যাধুনিক যুদ্ধবিমান F-16কে তাড়া করতে গিয়ে পাকিস্তানের হাতে গিয়ে পড়েছে বায়ু-সেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।
পাকিস্তান সেনার হাতে পড়েও যেভাবে কথা বলছেন তাতে ভারতের এই বীর সন্তানের প্রশংসায় পঞ্চমুখ গোটা দেশের মানুষ।
শুধু দেশবাসীই নয়, ছেলের জন্যে গর্বিত তাঁর বাবাও।
ভারতীয় বায়ু-সেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দনের বাবাও প্রাক্তন বায়ু-সেনা অফিসার। ছেলে তাদের হাতে ধরা পড়ার পর প্রাক্তন এই বায়ু-সেনা অফিসারের দাবি, 'ছেলের জন্য গর্ব হচ্ছে।' তাঁর কথায়, 'অভি বেঁচে আছে, সাহসিকতার সঙ্গে কথা বলছে। ও একজন সত্যিই সাহসী সেনা।'
শুধু দেশবাসীই নয়, ছেলের জন্যে গর্বিত তাঁর বাবাও।
ভারতীয় বায়ু-সেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দনের বাবাও প্রাক্তন বায়ু-সেনা অফিসার। ছেলে তাদের হাতে ধরা পড়ার পর প্রাক্তন এই বায়ু-সেনা অফিসারের দাবি, 'ছেলের জন্য গর্ব হচ্ছে।' তাঁর কথায়, 'অভি বেঁচে আছে, সাহসিকতার সঙ্গে কথা বলছে। ও একজন সত্যিই সাহসী সেনা।'

tomake sato koti Pronam
ReplyDelete