Header Ads

পুলিশ কমিশনারের পদ থেকে সরলেন রাজীব কুমার, পরবর্তী পুলিশ কমিশনার অনূজ শর্মা?

নজরবন্দি ব্যুরো:  আদালতের নির্দেশে সিবিআই এর জেরার পর রাজীব কুমারকে কলকাতা পুলিশ কমিশনারের পদে রাখা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। শিলংয়ে সিবিআই ডেরায় বেশ কয়েকদিন কাটিয়ে ফেরার পর এক সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরলেন রাজীব কুমার। সারদা বিতর্কের জেরে তাঁকে শেষ অবধি সরেই যেতে হল।
যদিও সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

পরবর্তী পুলিশ কমিশনার কে হবেন তা এখনও নিশ্চিত নয়। বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছে। তবে এখনও সরকারি কিছুই স্পষ্ট করা হয়নি। তবে শোনা যাচ্ছে অনূজ শর্মা কলকাতার পরবর্তী পুলিশ কমিশনার হতে পারেন। রাজীব কুমারকে এডিজি (অপরাধ) পদের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.