'ভবিষ্যতের ভূত' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন মুখ্যমন্ত্রী?
নজরবন্দি ব্যুরোঃ অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি আচমকা কলকাতার
বিভিন্ন হল থেকে উধাও হয়ে যায়।
বিভিন্ন মহলের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশের নির্দেশেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি। পুলওয়ামার ঘটনার প্রতিক্রিয়ায় গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার তা নিয়েই নবান্নে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকের একেবারে শেষে তাঁকে একটি বাংলা ছবি বন্ধ হওয়ার ব্যাপারে প্রশ্ন করা করা হলে মমতা স্পষ্ট বলে দেন, “এটা নিয়ে আমি উত্তর দেব না, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন না। এটা অন্য ব্যাপার”।উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উত্সবে নন্দন চত্বর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট থাকা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে সমালোচনা করেন পরিচালক অনীক দত্ত। এরপর তাঁর পরিচালিত ফিল্ম মুক্তি পেতেই তা কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে দেওয়া হয়।
বিভিন্ন মহলের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশের নির্দেশেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি। পুলওয়ামার ঘটনার প্রতিক্রিয়ায় গত ৪৮ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার তা নিয়েই নবান্নে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকের একেবারে শেষে তাঁকে একটি বাংলা ছবি বন্ধ হওয়ার ব্যাপারে প্রশ্ন করা করা হলে মমতা স্পষ্ট বলে দেন, “এটা নিয়ে আমি উত্তর দেব না, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন না। এটা অন্য ব্যাপার”।উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উত্সবে নন্দন চত্বর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট থাকা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে সমালোচনা করেন পরিচালক অনীক দত্ত। এরপর তাঁর পরিচালিত ফিল্ম মুক্তি পেতেই তা কলকাতার সমস্ত প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে দেওয়া হয়।

No comments