Header Ads

সিবিআইয়ের জেরার সামনে ৮ ফেব্রুয়ারি বসার ইচ্ছা প্রকাশ করে চিঠি রাজীব কুমারের!

নজরবন্দি ব্যুরো: এখনই কলকাতার পুলিশ কমিশনারকে গ্রেফতার নয়। কিন্তু কমিশনারকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের সামনে হাজির হতে হবে।
সুপ্রিমকোর্টের এই নির্দেশ পাবার পরেই সিবিআই কর্তাদের চিঠি লিখেছেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার।
চলতি মাসের ৮ তারিখ তিনি শিলংয়ে সিবিআই আধিকারিকদের সামনে হাজিরা দিতে পারবেন বলে আগাম জানিয়ে দিয়েছেন রাজীব কুমার।
সিবিআই-এর এক সূত্র এই চিঠি প্রাপ্তির কথা স্বীকার করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এর আগে অনেক বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেও রাজীব কুমার তদন্তে সাহায্য করেন নি।
এছাড়াও তাঁর বিরুদ্ধে আছে প্রমাণ নষ্ট করার মতন গুরুতর অভিযোগ। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই কার্যত উল্টো পথে হাঁটতে শুরু করেছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবআই ডাকার আগেই নিজে চিঠি লিখে হাজির হবার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.