Header Ads

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর কথা বললেন রাহুল গান্ধী!

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। শাসক ও বিরোধী উভয় দলের তরফ থেকে চলছে প্রতিশ্রুতির বন্যা। শনিবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী।
ওই অনুষ্ঠানে তাঁর প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া কোনও ঋণ কি মাফ করা হয়েছে?  একইসঙ্গে তাঁর অভিযোগ বিজেপির আমলে চেনা আইআইটি রয়েছে অন্যরকমের। শনিবার দিল্লির জহরলাল নেহরু স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সামনে নিজের লক্ষ্য কি সেটা পরিষ্কার করে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
তিনি বলেন, ভোটে জিতে সরকারে এলে, শিক্ষাখাতে বরাদ্দ বাড়বে। গত ৫ বছরের শাসনকালে মোদী সরকার ১৫ টি পরিবারের পাশে দাঁড়িয়েছে অভিযোগ করে রাহুলের প্রশ্ন শিক্ষার জন্য নেওয়া ঋণ কি মকুব করা হয়েছে। পড়ুয়াদের বিশেষ সংগঠনের অস্ত্র করে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
কংগ্রেস সভাপতি অভিযোগ করেন দেশে চাকরির সুযোগ কমেছে। বেকারদের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেছেন রাহুল।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.