Header Ads

পুলওয়ামার ঘটনায় যুক্ত জঙ্গিরা স্বাধীনতা-সংগ্রামী! এমন প্রশংসা পাক সংবাদমাধ্যমে।

নজরবন্দি ব্যুরো: সীমান্তের ওপারের সন্ত্রাসবাদীদের সুরেই সুর মেলাল পাক সংবাদমাধ্যমের একটা বড় অংশ। উপত্যকার জঙ্গিদের সরাসরি স্বাধীনতা সংগ্রামী বলে দাবি করা হয়েছে এক সংবাদমাধ্যমে।
পাকিস্তানের প্রথম সারির সংবাদ পত্রগুলির মধ্যে অন্যতম ‘দ্য নেশন’। ওই পত্রিকাতে জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী তকমা দেওয়া হল জঙ্গি কার্যকলাপকেই। ওই সংবাদপত্রের প্রথম পাতার খবরেই জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী বলে তাদের প্রশংসা করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ভারত অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির নিষ্ঠুরতার কাছে হার মানতে চাননি স্বাধীনতা সংগ্রামীরা। এই ঘটনায় যে ‘জইশ ই মহম্মদ’-ই দায়ী তাও মানতে অস্বীকার করেছে ‘দ্য নেশন’। ওই খবরের মধ্যে জঙ্গি সংগঠনের এক পদাধিকারীকে উদ্ধৃত করা হয়েছে। তিনি দাবি করেছেন, ওই ঘটনায় মৌলানা মাসুদ আজহারের সংগঠন কোনভাবেই এই কাজে যুক্ত নন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.