জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের শেষ যাত্রাতে দেখা মিলল না রাজ্যের কোন মন্ত্রীর!
নজরবন্দি ব্যুরোঃ বায়ুসেনার বিশেষ বিমানে আজ বিকেল ৩টে নাগাদ কফিনবন্দী হয়ে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ দুই জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের দেহ এল রাজ্যে। CRPF-এর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়বীর জওয়ানদের।
সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।রাজ্য বিজেপির তরফ থেকে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা।কিন্তু তৃণমূলের তরফে স্থানীয় নেতা, নেত্রীরা ছাড়া দেখা গেলনা কোন মন্ত্রী বা রাজ্য স্তরের নেতাকে!
প্রসঙ্গত আজ বিকেলেই শহিদদের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাবলু সাঁতরার বাড়ি বাউড়িয়ায়। আর সুদীপ বিশ্বাসের বাড়ি তেহট্টের হাঁসপুকুরিয়া। দু'জায়গাতেই সকাল থেকে ভিড়। এদিকে, কলকাতা বিমানবন্দর চত্বরে শহিদ জওয়ানদের নামে জয়ধ্বনি শুরু হয়। সেইসঙ্গে পাকিস্তান মুর্দাবাদ স্লোগানও তোলা হয়।
প্রসঙ্গত আজ বিকেলেই শহিদদের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাবলু সাঁতরার বাড়ি বাউড়িয়ায়। আর সুদীপ বিশ্বাসের বাড়ি তেহট্টের হাঁসপুকুরিয়া। দু'জায়গাতেই সকাল থেকে ভিড়। এদিকে, কলকাতা বিমানবন্দর চত্বরে শহিদ জওয়ানদের নামে জয়ধ্বনি শুরু হয়। সেইসঙ্গে পাকিস্তান মুর্দাবাদ স্লোগানও তোলা হয়।

No comments