আগামী ২১ ফেব্রুয়ারি দর্শকদের জন্য আবার খোলা হচ্ছে প্রিয়া সিনেমা।
নজরবন্দি ব্যুরোঃ আগামী ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন ১৯৫৯ সালে তৈরি হওয়া কলকাতার ঐতিহ্যপূর্ণ সিনেমা হল সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ।
গত বছর ৫ অগাস্ট নাইট শো চলাকালীন হঠাত্ইে পাশের এক দোকানে আগুল লাগে। এবং সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারিদিকে।তারপর বন্ধ করে দেওয়া হয় হল। আর তার ৬মাস পর আবার খুলছে প্রিয়া।
গত বছর ৫ অগাস্ট নাইট শো চলাকালীন হঠাত্ইে পাশের এক দোকানে আগুল লাগে। এবং সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারিদিকে।তারপর বন্ধ করে দেওয়া হয় হল। আর তার ৬মাস পর আবার খুলছে প্রিয়া।

No comments