Header Ads

লোকসভায় ডিএমকে ও কংগ্রেস জোট, শক্তি বাড়াল রাহুল বাহিনীর।

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। প্রতিটা রাজনৈতিক দল তারা তাদের ঘর গোছানোর পাশাপাশি নিজেদের সম-মনোভাপন্ন রাজনৈতিক দলগুলির সাথে জোট গড়তে আলোচনা চালিয়ে যাচ্ছে।
‌এবার জোটের পাল্টা জোট গড়তে চলেছে রাহুল ব্রিগেড।
বিজেপি'‌র সঙ্গে এআইএডিএমকে জোট করেছে। এর ফলে জাতীয় রাজনীতিতে বেশ শক্তিশালী হওয়া যাবে মনে করেছিল বিজেপি। কিন্তু পাল্টা চাল খেলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবারই তামিলনাড়ুতে ডিএমকে'‌র সঙ্গে জোট করতে চলেছে কংগ্রেস।
ফলে জোটের পাল্টা জোট করে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন কংগ্রেস সভাপতি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কংগ্রেস সূত্রে খবর, লোকসভাতে তামিলনাড়ুতে মোট ৩৯টি আসন। সেখানে ২৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্ট্যালিনের ডিএমকে। আর বাকি আসন ছেড়ে দেওয়া হবে জোট শরিকদের। কংগ্রেস ওখানে লড়তে চায় ১০টি আসনে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.