Header Ads

তৈরি থাকুন, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। হুঙ্কার প্রধানমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় যারা হামলা চালিয়েছে এবং যা এই হামলা কে সমর্থন করছে তাঁদের ছাড়া হবে না। আজ মন্ত্রীসভার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই হামলায় জড়িতদের ছাড়া হবে না, পাকিস্তান কে ইঙ্গিত করে তিনি বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে। তাঁরা যদি ষড়যন্ত্র করে ভারত কে ক্ষতি পৌঁছাতে চায় তার চরম ফল ভুগতে হবে। উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে তাঁদের সাহসিকতার প্রতি রয়েছে অটুট বিশ্বাস।শহিদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলেও জানান তিনি।  যে সমস্ত দেশ এই হামলায় ভারতের পাশে দাঁড়িয়েছে তাঁদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকের শেশে অরুন জেটলি বলেন পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হামলা করেছে এবং যারা তাঁদের সমর্থন করেছে তাঁদের এমন শিক্ষা দেওয়া হবে তাঁরা ভুলবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.