Header Ads

এবার কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে সিবিআই- সুর চড়ালেন সুজন চক্রবর্তী।

নজরবন্দি ব্যুরোঃ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত আমানত কারীরা ৮৮ দিন ধরে ধর্নায় বসেছেন টাকা ফেরতের দাবিতে। এই পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তী সরাসরি বললেন, চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে কালিঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত যেতে হবে সিবিআই-কে।

সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, তৃণমূল সাংসদ কুনাল ঘোষ জেলে থাকার সময়ে বারবার দাবি করেছেন যে এই চিটফান্ড কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা সবাই জানে৷ চিটফান্ডে টাকা রেখে প্রতারিতরা আগামিকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চ ঘেরাও করবে বলে জানায়। আর তারপরেই ধর্নামঞ্চ থেকে পালিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্না তুলে নিয়ে এখন তিনি দিল্লিতে যাচ্ছেন। কিন্তু সেখানে গিয়েও বাঁচবেন না তিনি। দিল্লিতেও প্রতারিতরা ভুতের মত পিছু নেবে, বলেন সুজন চক্রবর্তী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.