বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে মামলা হল হার্দিক-রাহুলের বিরুদ্ধে।
নিস্তার পাননি শো-এর হোস্ট চিত্রনির্মাতা করণ জোহরও। টেলিভিশন শো কফি উইথ করণে আপত্তিকর মন্তব্যের জেরে আগেই নির্বাসিত করা হয়েছিল জাতীয় দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুলকে। পরে তা তুলে নেওয়া হলেও এবার নতুন করে বিড়ম্বনায় পড়লেন এই দুই ক্রিকেটার।
ভারতীয় দণ্ডবিধির কয়েকটি ধারায় শাস্তি চেয়ে এই মামলাটি দায়ের করা হয়েছে। রাজস্থান রাজ্যের জোদপুরের স্থানীয় একটি থানায় এই মামলা দায়ের করেন ডি আর মেগাওয়াল নামের এক ব্যক্তি। যিনি রাজস্থানের রাষ্ট্রীয় ভীমসেনার সদস্য।

No comments