Header Ads

যুদ্ধ চায় না পাকিস্তানের বুদ্ধিজীবীরা!

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি জঙ্গি হানায় কাশ্মীরের পুল ওয়ামায় ৪০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আর এই ঘটনার পর থেকে উত্তাল গোটা দেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটাই আওয়াজ উঠছে এই জঙ্গি হানার সাথে পাকিস্তান যুক্ত। আর তাই পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হক।
পালটা যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কড়া পদক্ষেপ থেকে পিছিয়ে আসেনি ভারত। আর তাতেই ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বুদ্ধিজীবী মহল থেকেই দাবি উঠেছে, যে দেশে এক সপ্তাহের খাবার মজুত নেই সেই দেশের আবার যুদ্ধের হুঙ্কার কিসের। বন্ধ হোক এই যুদ্ধের হুঁশিয়ারি।

পাকিস্তানের অন্দরেই যুদ্ধের হুঙ্কারের প্রতিবাদে সরব বুদ্ধিজীবীরা।
তাঁদের যুক্তি, ইতিমধ্যেই দুধ, সবজি সহ একাধিক জিনিসের সঙ্কট দেখা দিয়েছে দেশে। জ্বালানী যা রয়েছে তাতে ৬ দিনের বেশি চলবে না। সমরাস্ত্রেও ভারতের থেকে বহু পিছিয়ে পাকিস্তান। তাহলে যুদ্ধ করে কি হবে। সেদেশের বুদ্ধিজীবীদের দাবি, এর থেকে সাধারণ সার্বভৌম রাষ্ট্র হয়ে দেশের উন্নয়নের কাজে নজর দিলে দেশের ভাল।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.