Header Ads

তৃণমূল - বিজেপি সংঘর্ষ সাঁকরাইলে,ব্যাপক ভাঙচুর তৃণমূল পার্টি অফিসে।

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল - বিজেপি সংঘর্ষে রক্ত ঝরল ঝাড়গ্রামের সাঁকরাইল থানা এলাকায়। অভিযোগ, এক তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বিজেপি কর্মীরা। তৃণমূলের একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ।

 তৃণমূলের দাবি, সাঁকরাইলের রগড়া গ্রামে তাদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। রজত দে নামে এক তৃণমূল কর্মীকে টাঙি দিয়ে কোপানো হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল কর্মীর একটি মোটরসাইকেল বিজেপি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের একটি কার্যালয়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.