Header Ads

"দূর থেকে দেখেছিলাম কোনো এক অজানা রাস্তায় তোমায়": জামান আশিক ইলাহি

মুক্তির দূত
জামান আশিক ইলাহি
দূর থেকে দেখেছিলাম কোনো এক অজানা রাস্তায়
তোমায়
শান্ত স্নিগ্ধ গন্ধের নীরবতায়
হৃদয়ে প্রশ্ন জেগে ছিল
সেই কি তুমি?
অনন্যা? না লাবণ্য?
কে তুমি?
চোখ বন্ধ করলাম
উত্তর এলো আমি মুক্তি...
তাকে প্রশ্ন করলাম 
তবে তুমি কি আমার?
না আমার কল্পনার কেবল অঙ্গ তুমি?
কোনো উত্তর এলো না।
কিছুক্ষণ নীরব রইলাম।
হৃদয়ে ধ্বনিত হলো তার স্পন্দন
রূপে দেখা দিলো সে।
হঠাৎ চকিত শব্দে নয়ন বন্ধ হলো
অনুভব করলাম তাকে
কানের কাছে শুনতে পেলাম তার কন্ঠধ্বনি
আমি মুক্তি...
তোমার জীবন জটিলতার বন্ধন মুক্তি।

কবিঃ জামান আশিক ইলাহি 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.