Header Ads

পুলওয়ামায় নারকীয় হত্যালীলায় গোয়েন্দা দপ্তরের ব্যর্থতাকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামায় নারকীয় হত্যালীলার পর শোকস্তব্ধ গোটা দেশ। ন্যাক্কারজনক জঙ্গি হামলায় শহীদ হয়েছেন ৪৫ জন CRPF জওয়ান। এই ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলওয়ামায় শহীদ জওয়ানদের জন্য শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তিনি বিদ্ধ করেন স্বরাষ্ট্র মন্ত্রককে এবং প্রতিরক্ষা মন্ত্রককে। মমতা বলেন, "ওই এলাকা ভীষণই স্পর্শকাতর এলাকা। যে কোনো সময় প্রাণ সংশয় হতে পারে। এটা জানার পরেও কোনো সতর্কতা ছাড়া এতগুলো গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল কেন? আমার মনে হয় এটা গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা।" তিনি আরও বলেন, "প্রতিরক্ষা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ঘটনায়। সন্ত্রাসবাদকে সমর্থন করছি না। তবে মনে দুঃখ থেকে যায়, জানার পরেও কেন সতর্ক হলাম না আমরা। কেন এত জওয়ান শহিদ হল?"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.