Header Ads

পুলওয়ামা হামলার পরেও মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে মানতে অস্বীকার চিনের!

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামা হামলার পিছনে যে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা রয়েছে, তা প্রায় নিশ্চিত। পাকিস্তানের মদতে পুষ্ট এই জঙ্গিগোষ্ঠীর মাথা এবং প্রতিষ্ঠাতাপুলওয়ামা হামলার  হামলার মাস্টার মাইন্ড এই মাসুদ আজহার বলেই মনে করছেন ভারতীয় তদন্তকারীরা। রাষ্ট্রপুঞ্জের প্রায় সব দেশ এক যোগে এই মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে।

 কিন্তু রাষ্ট্রপুঞ্জে খোলাখুলিই ভেটো দিয়েছে একমাত্র চিন। পুলওয়ামা হামলার পরও বেজিংয়ের সেই অবস্থানের কোনও পরিবর্তন হল না।কিন্তু হামলায় পাক যোগ অস্বীকার করে বার্তা দিয়েছে ইসলামাদ। পাক সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘পুলওয়ামায় জঙ্গি হানা গভীর উদ্বেগের বিষয়। বিশ্বের যে কোনও প্রান্তেই এই ধরনের জঙ্গি কার্যকলাপের নিন্দা করে পাকিস্তান। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে যে ভাবে পাকিস্তানের হাত থাকার কথা বলা হচ্ছে, তা দৃঢ় ভাবে আমরা অস্বীকার করছি।’’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.