সাতে সাত! মাধ্যমিক প্রশ্ন ফাঁসে ইতিহাস রচনা করল রাজ্য। আজ জীবনবিজ্ঞান! #Exclusive
এর আগে ৬টি বিষয়ে যথাক্রমে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের প্রশ্ন পত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে। এই নিয়ে ৭বার। প্রশ্ন ফাঁসে ডাবল হ্যাট্রিকও ছাড়িয়ে গেল রাজ্যে! নজরবন্দির দফতরেও এসে পৌঁছেছে সেই 'লিক' হওয়া প্রশ্নপত্র। এই সরকারের আমলে বহুবার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ উঠেছে কিন্তু লাগাতার ৭ বার মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা পশ্চিমবঙ্গ কেন ভারতের ইতিহাসেই কোনদিন ঘটেনি। রাজ্য এই ঘটনায় CID তদন্তের নির্দেশ দিয়েছে।
ডিএসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে গঠন হয়েছে সিট। প্রশ্নফাঁস কাণ্ডে সন্দেহভাজন ৫ জন কে বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সিআইডি তদন্তের মাঝেই আবারও প্রশ্ন ফাঁসের ঘটনা চূড়ান্ত লজ্জার। এই ঘটনায় রাজ্য সরকারের ব্যার্থতাকে দায়ী করছেন বিরোধীরা।সিপিআইএম নেতা তথা বিধানসভার বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন "অপদার্থ ওয়ার্থলেস একটা দায়িত্বজ্ঞানহীন সরকার চলছে। এখন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় স্কুল কমিটিগুলো একমুখী মনোভাবে চলছে। সবটাই তো শাসক দল তার বাইরে কিছু না”। কিন্তু CID তদন্ত ঠিক মতো হচ্ছে তো?এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য।

সর্বভারতীয় ক্ষেত্রে একটি নতুন পালক সংযোজিত হলো অপদার্থ রাজ্য সরকারের মাথায় !!
ReplyDelete