টাকা পেলে সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষে ভাল সব পোস্ট করবেন সেলিব্রিটিরা! গোপন ক্যামেরাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
নজরবন্দি ব্যুরোঃ টাকা দিলে সোশ্যাল মিডিয়ায় বিজেপির পক্ষে ভাল ভাল সব পোস্ট করবেন, যাতে লোকসভা নির্বাচনে মানুষকে প্রভাবিত করা যায়? হ্যাঁ, গোপন ক্যামেরার সামনে এমন কথা বলেছেন সানি লিয়ন, পুনম পাণ্ডে! অবশ্যই মোটা টাকা পেলে তবেই।
এরকমই খবর ফাঁস হয়েছে 'কোবরাপোস্ট' ওয়েবসাইটের অন্তর্তদন্তে। শুধু এরাই নয়, এই তালিকায় আছেন জ্যাকি শ্রফ, বিবেক ওবেরয়, শক্তি কাপুর, সোনু সুদ, শ্রেয়স তলপড়ে, রোহিত রায়, রাহুল ভাট, আমন বর্মা, অখিলেশ মিশ্র, সেলিম জাইদি, হিতেন তেজোয়ানি, পঙ্কজ ধীর, নিকেতন ধীর। আছেন অভিনেত্রী টিসকা চোপড়া, অমিশা প্যাটেল, মহিমা চৌধুরি, রাখি সাওয়ান্ত, গৌরী প্রধান, দীপশিখা নাগপাল, ইভলিন শর্মা, মিনিশা লাম্বা, কোয়েনা মিত্র।
তালিকায় আরও আছেন, গায়ক অভিজিত্ ভট্টাচার্য, কৈলাস খের, বাবা সায়গল, মিকা সিং। কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব, সুনীল পাল, রাজপাল যাদব, উপাসনা সিং, কৃষ্ণ অভিষেক, নৃত্যপরিচালক গণেশ আচার্য। তাঁদের অধিকাংশই ক্যামেরায় স্বীকার করেছেন যে, টাকা পেলে বিজেপির জন্য ইতিবাচক পোস্ট করতে তাঁরা অবশ্যই রাজি।
তালিকায় আরও আছেন, গায়ক অভিজিত্ ভট্টাচার্য, কৈলাস খের, বাবা সায়গল, মিকা সিং। কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তব, সুনীল পাল, রাজপাল যাদব, উপাসনা সিং, কৃষ্ণ অভিষেক, নৃত্যপরিচালক গণেশ আচার্য। তাঁদের অধিকাংশই ক্যামেরায় স্বীকার করেছেন যে, টাকা পেলে বিজেপির জন্য ইতিবাচক পোস্ট করতে তাঁরা অবশ্যই রাজি।

No comments