Header Ads

ফের বহিষ্কৃত কংগ্রেস নেতা কুমার আশিস!

নজরবন্দি ব্যুরো: কংগ্রেস নেতা কুমার আশিসকে দল থেকে বহিষ্কৃত করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেটা আবার প্রিয়াঙ্কা গান্ধীর ইচ্ছাতেই। জানা গিয়েছে, ২০০৫ সালে বিহার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে নাম জড়ায় এই নেতার। এরই মধ্যে মঙ্গলবার তাঁকে প্রিয়াঙ্কা গান্ধীর দলের সম্পাদক হিসাবে নিয়োগ করা হয়। আর এই খবরে তোলপাড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।
এর পরে কংগ্রেস কুমার আশিসকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

পূর্ব উত্তরপ্রদেশে দলের গুরুত্বপূর্ণ পদে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁকে সহায়তা করার জন্য প্রিয়াঙ্কার পরই সম্পাদক হিসাবে কুমার আশিসকে দায়িত্ব দেওয়া হয় মঙ্গলবার। এর আগে ২০০৫ সালে বিহার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার হন এই কংগ্রেস নেতা। সেই সময় তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। পরে তিনি ছাড়া পেয়ে পুনরায় দলে যোগ দেন এবং বিহারের নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। এর পর প্রিয়াঙ্কা গান্ধী যখন কুমার আশিসের অতীত সম্পর্কে জানতে পারেন, তখন তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ওই নেতাকে ওই পদ থেকে সরিয়ে দেবার কথা বলেন। রাহুল গান্ধী বোনের অনুরোধ রাখেন এবং কুমার আশিসের পরিবর্তে সম্পাদক হিসাবে শচিন নায়েককে নিয়োগ করেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.