Header Ads

ক্রীড়া ক্ষেত্রে পাকিস্তানকে ভাতে মারতে তৈরি হচ্ছে ভারত। বিশ্বকাপ থেকে বাদ হতে পারে পাকিস্থান।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর থেকে ভারত-পাক ম্যাচ নিয়ে চলছে চাপানউতোর। বিশ্বকাপে পাকিস্থানের সাথে ভারতের ম্যাচ খেলা নিয়ে বালছিল চাপ। কিন্তু এবার আরও বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।


সূত্রের খবর শুধু পাক-ম্যাচ বয়কট নয়, বিশ্বকাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার জন্য আইসিসি -র উপর চাপ দিতে চলেছে বিসিসিআই। এই ব্যাপারে বিসিসিআই-এর সিইও রাহুল জোহরিকে ইতিমধ্যেই আইসিসি-কে চিঠি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক কমিটি (সিওএ)-র প্রধান বিনোদ রাই। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে আইসিসি-র বৈঠকে ভারতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করবেন জোহরি।

 সেখানেও এই বিষয়টি নিয়ে আইসিসিকে চাপ দেওয়া হবে বলে খবর। এর আগে ম্যাচ বয়কট না করে বরং পাকিস্তানকে বিশ্বকাপ থেকেই সরিয়ে দেওয়ার জন্য আইসিসিকে চাপ দেওয়ার কথা প্রথম তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহান। তিনি জানিয়েছিলেন পাকিস্তান না খেললে আইসিসি-র বিশেষ ক্ষতি হবে নাষ। কিন্তু ভারত না খেললে স্পন্সরশিপ ৬৫-৭০ শতাংশ কমবে। কাজেই ভারত চাপ দিলে আইসিসি-ও মেনে নিতে বাধ্য হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.